CT News Bangla | সাপ্তাহিক সংখ্যা – ৯ নভেম্বর ২০২৫

“সংস্কৃতি, সমাজ, রাজনীতি ও প্রকৃতির সম্মিলিত কণ্ঠস্বর”

সম্পাদক: সুমন্ত সাহা

প্রকাশনা: CT News Bangla ডেস্ক

প্রধান প্রতিবেদন

🎭 কোচবিহার অনাসৃষ্টি নাট্যোৎসব ২০২৫ — সংস্কৃতি, সমাজ ও পরিবেশের মেলবন্ধন
📍 সুরুচি কলা কেন্দ্র, সুকান্ত সরণি, নিউ ডাবরি, কোচবিহার
📅 ৮ই নভেম্বর, ২০২৫
কোচবিহার অনাসৃষ্টির উদ্যোগে আয়োজিত “কোচবিহার অনাসৃষ্টি নাট্যোৎসব ২০২৫” সফলভাবে সম্পন্ন হলো এক অনন্য সাংস্কৃতিক আবহে। একদিনের এই উৎসব কোচবিহারের নাট্যচর্চায় নতুন উদ্যম যোগ করল।
অনুষ্ঠান উদ্বোধন করেন শ্রী অভিজিৎ দে ভৌমিক, সদস্য—কোচবিহার রুগী কল্যাণ সমিতি ও কোচবিহার পৌরসভা। বিশেষ অতিথি ছিলেন শ্রী অজিত সরকার, সদস্য, পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি; শ্রীমতী মায়া সাহা ও শ্রী দিলীপ সাহা, পৌর সদস্য, কোচবিহার পৌরসভা।
অনুষ্ঠানের সূচনা হয় নতুন পৃথিবী বৃদ্ধাশ্রমের আবাসিকদের সঙ্গে উদ্বোধকদের যৌথ প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। স্বাগত ভাষণ রাখেন অনাসৃষ্টির পক্ষ থেকে শ্রী সুমন্ত সাহা।
দিনব্যাপী তিনটি নাটক, নৃত্য ও লোকসংগীত পরিবেশনায় দর্শকরা মুগ্ধ হন। অনাসৃষ্টির নিজস্ব প্রযোজনা “আজনবী” এবং রঘুনাথগঞ্জ থিয়েটার গ্রুপের “সাগরের ওপারে” বিশেষ সমাদর কুড়োয়। কোচবিহার আনন্দম কালচারাল সেন্টারের মূকাভিনয় ছিল উৎসবের অন্যতম আকর্ষণ।
দায়িত্ব বন্টন:
মানিকলাল কর্মকার – মঞ্চ
মিঠুন সাহা – টিফিন
অলোক সাহা – আতিথিয়তা
সুমন্ত সাহা – সামগ্রিক পরিচালনা
দিনশেষে করতালধ্বনির মধ্য দিয়ে পরিসমাপ্ত হয় অনাসৃষ্টির এই সুন্দর আয়োজন।

বিশেষ প্রতিবেদন

কোচবিহারের ঐতিহাসিক রাসমেলা
✍️ রুকসানা পারভিন
বাঙালির চিরায়ত উৎসবের ধারায় কোচবিহারের রাসমেলা বিশেষ মর্যাদা পায়। পুজোর আবহ কাটতেই শুরু হয় বহু বছরের ঐতিহ্যবাহী এই উৎসব, যার কেন্দ্রবিন্দু মদনমোহন বাড়ি।
বাংলাদেশ, বেনারস, জম্মু-কাশ্মীর, শান্তিনিকেতন ও আসামসহ বহু জায়গা থেকে আসেন ব্যবসায়ীরা—জামদানি শাড়ি থেকে শুরু করে পদ্মার ইলিশ, বেনারসী পান—সবই মেলে এক আঙিনায়। যেন এক ক্ষুদ্র “ভারত দর্শন”।
সম্প্রীতির প্রতীক হিসেবে রাসচক্র তৈরি করে আসছেন আলতাফ মিয়ার পরিবার—বহু বছর ধরে। বাঁশ, কাগজ ও পাটের উপর লোকজ শিল্প ও দেবদেবীর কারুকার্য—২২ ফুট উঁচু সেই রাসচক্রই মেলার প্রধান আকর্ষণ।
পুতনার মূর্তি, রামায়ণ-মহাভারতের দৃশ্য, নাগরদোলা, সার্কাস, বাবুরহাট ও ভেটাগুড়ির বিখ্যাত জিলিপি—সব মিলিয়ে রাসমেলা কোচবিহারের প্রাণস্পন্দন।
এ শুধু আনন্দের উৎসব নয়—এটি কোচবিহারের সাংস্কৃতিক পরিচয়ের অন্যতম বাহক।

রাজনীতি

🗳️ মুদিনবাড়ি সড়ক প্রকল্পে তৎপরতা — স্থানীয়দের হাতে নতুন কর্মসংস্থান
📍 মাথাভাঙা, কোচবিহার | ✍️ নিজস্ব সংবাদদাতা
কোচবিহার জেলার মুদিনবাড়ি সড়ক সম্প্রসারণ প্রকল্পের কাজ শুরু হয়েছে জোরকদমে। জেলাশাসক রাজু মিশ্র জানিয়েছেন, এতে স্থানীয় ৭৫ জন শ্রমিকের জন্য কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। প্রকল্পটি শেষ হলে গ্রাম থেকে শহরে সংযোগ আরও সহজ হবে।

জেলা সংবাদ

🌾 তোর্সা নদী বাঁচাও আন্দোলন — স্থানীয়দের সভা ও পরিস্কার অভিযান
📍 কোচবিহার শহর
মরা তোর্সা নদীর দূষণ ও আগাছা দূর করতে এবার রাস্তায় নামলেন স্থানীয় নাগরিকরা। “নদী আমাদের ঐতিহ্য, একে বাঁচানো আমাদের দায়িত্ব”— জানালেন সমাজকর্মী সুমন্ত সাহা।
প্রশাসনের তরফে দ্রুত পরিষ্কার কার্য শুরু করার আশ্বাস দেওয়া হয়েছে।

খেলা (Sports)

কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার প্লাটিনাম জয়ন্তী উদযাপনে বছরভর আয়োজন

✍️নিজস্ব প্রতিনিধি, কোচবিহার:
কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে প্রথম পর্যায়ের কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ১৯৫০ সালের ২৭ জানুয়ারি মহারাজা জগদীপেন্দ্রনারায়ণ ভূপবাহাদুরের প্রতিষ্ঠিত এই সংস্থার বর্ষপূর্তিকে কেন্দ্র করে জেলায় বছরজুড়ে নানা আব্যহমান ক্রীড়া অনুষ্ঠান আয়োজন করা হবে।

আগামী ১৫ ডিসেম্বর মহারাজার ১১২তম জন্মজয়ন্তীকে শ্রদ্ধা জানিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এদিন জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলা ক্রীড়া সংস্থার সদস্যদের নিয়ে একদিবসীয় তিনদলীয় ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। একইদিন ইন্ডোর স্টেডিয়ামে অফিসার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতাও আয়োজন করা হবে।

পরবর্তী পর্যায়ে ৭ জানুয়ারি মশাল মিছিল এবং ৮ জানুয়ারি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে কোচবিহারে আসবেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য সন্দীপ পাতিল। তিনি আনুষ্ঠানিকভাবে প্লাটিনাম জয়ন্তী উৎসবের সূচনা করবেন।

১৮ জানুয়ারি সাগরদিঘির পাড়ে মহিলা ও পুরুষদের জন্য ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হবে। ৯ ফেব্রুয়ারি আট জেলার খেলোয়াড়দের অংশগ্রহণে বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে। পাশাপাশি ফুটবল, ক্রিকেট, ভলিবলসহ বিভিন্ন খেলার আয়োজনও বছরের মধ্যে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। মার্চ মাসের মধ্যেই প্রথম পর্যায়ের সকল প্রতিযোগিতা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুব্রত দত্ত জানান, “প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে বছরজুড়ে বিস্তৃত কর্মসূচি নেওয়া হয়েছে। জেলায় বিমান পরিষেবা আরও উন্নত হলে ভবিষ্যতে বৃহত্তর ক্রীড়া টুর্নামেন্ট আয়োজন আরও সহজ হবে।”

মনোরঞ্জন

🍿 ‘পথের আলো’ — নতুন বাংলা সিনেমা আলোচনার কেন্দ্রে
পরিচালক অনিন্দ্য মুখোপাধ্যায়ের নতুন ছবি পথের আলো মুক্তি পেয়েছে এই সপ্তাহে। চলচ্চিত্রটি একজন স্কুলশিক্ষকের জীবনের মধ্য দিয়ে সমাজের পরিবর্তন ও মানবিকতার গল্প বলে। সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে ছবিটি, বিশেষ করে প্রধান অভিনেতা সৌরভ দাসের অভিনয় মন জয় করেছে দর্শকদের।

সাহিত্য ও কবিতা

✒️ এই সংখ্যায় কবিতা
🌾 “নদীর কথা” — কবি রুমা দে
নদী শুকায়, পাথর গায়ে শ্যাওলা জমে,
তবু বুকের ভেতর সে গায় বৃষ্টির গান।
মানুষ ভুলে যায়, আমি ভুলিনা,
নদী মানেই তো জীবনের মানচিত্র খানিকটা।
——————————————–
“বনের চিঠি” — কবি সুমন্ত সাহা
শাল পাতার ফাঁকে রোদ নেমে আসে,
পুরোনো গাছের ছায়ায় বসে সময় ঘুমোয়।
আমি শুনি— বনের শ্বাস, নদীর নীরবতা,
এই নৈঃশব্দ্যই আমার প্রার্থনা হয়ে রয়।

সমাজ ও মানবতা

🩺 ‘নতুন পৃথিবী’ বৃদ্ধাশ্রমে বিনামূল্যে স্বাস্থ্য শিবির
📍 সোনারী, কোচবিহার
৭৭ জন প্রবীণের জন্য আয়োজিত হলো বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। সহযোগিতায় কোচবিহার গ্রামীণ ব্যাংক। ডাক্তার, নার্স ও স্বেচ্ছাসেবক মিলিয়ে গড়ে ওঠে এক মানবিক সকাল।

পরিবেশ

🌱 শালবাগানে জঙ্গল লাইব্রেরি — বই পড়ার নতুন আশ্রয়
📍 শালবাগান, কোচবিহার
পরিবেশ ও সংস্কৃতির সংমিশ্রণে তৈরি হচ্ছে “জঙ্গল লাইব্রেরি”। গাছে পেরেক না ঠুকে ডালা-কুলোয় ঝুলবে কবিতা, পাঠকদের থাকবে লেখার সুযোগ। শেষ দিনে পাঠকদের মধ্যে পুরস্কার বিতরণ হবে।

রাজ্য ও দেশ

আলিপুরদুয়ারে বন্যপ্রাণ সংরক্ষণ কর্মশালা।
দিল্লিতে জাতীয় বিজ্ঞান মেলা শুরু। সেভক রোডে ট্রাফিক উন্নয়ন প্রকল্পে ৮ কোটি টাকার অনুমোদন।

শালবাগান জঙ্গল থিয়েটার ফেস্টিভ্যাল ২০২৫

প্রকৃতির মঞ্চে ৬ বর্ষে পদার্পণ
দেখা হবে -দিনে জঙ্গলে, রাতে মশালে।
📅 তারিখ: ১৯ – ২১ ডিসেম্বর, ২০২৫
📍 স্থান: ঐতিহাসিক শালবাগান, কোচবিহার
🎭 আয়োজক: কোচবিহার অনাসৃষ্টি

বিজেপি কর্মী মারধর: উত্তপ্ত শিমুলবাড়ি

📍 দিনহাটা, কোচবিহার
দিনহাটা বিধানসভার বামনহাট অঞ্চলের শিমুলবাড়িতে বিজেপি কর্মী সুধাংশু রায়কে মারধরের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, তৃণমূল কংগ্রেস সমর্থকরা তাকে বাজার থেকে ফেরার পথে বেধড়ক মারধর করে।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে বামনহাট হাসপাতালে, পরে দিনহাটা মহকুমা হাসপাতাল এবং অবশেষে কোচবিহার এম.জে.এন মেডিকেল কলেজে রেফার করা হয়।
পুলিশ তদন্ত শুরু করেছে।

সম্পাদকীয়

“সংস্কৃতির মঞ্চই সমাজের আয়না”
নাটক, কবিতা, সংবাদ—সবই মানুষকে চিনতে শেখায়।
এই সপ্তাহে কোচবিহার অনাসৃষ্টির নাট্যৎসব প্রমাণ করল—যেখানে শিল্প আছে, সেখানেই আছে সমাজ পরিবর্তনের বীজ।
✍️ — সম্পাদকমণ্ডলী, CT News Bangla
যোগাযোগ: 7584002950/ 9851146474
📧 ctnewsbangla2@gmail.com